Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

                                        

জাতীয় মহিলা সংস্থা (জামস) দপ্তরটি,  ময়মনসিংহ জেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে ১৯৯২  সালে প্রতিষ্ঠিত হয়। অত্র দপ্তরের মাধ্যমে ময়মনসিংহ জেলার  দুস্থ মহিলদের সামাজিক ও আর্থিক ভাবে প্রতিষ্ঠিত করার লখ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত ও বাস্তবায়িত হয়ে থাকে।


জাতীয় মহিলা সংস্থা ময়মনসিংহ জেলা অফিসটি শহরের প্রানকেন্দ্র টাইনহল মোড়ে প্রধান সড়কের পাশে  অবস্থিত। জাতীয় মহিলা সংস্থা ময়মনসিংহ জেলা অফিসটি ভাড়া বাসায় পরিচালিত হচ্ছে।

দপ্তর প্রধানঃ চেয়ারম্যান(অবৈতনিক), জেলা কর্মকর্তা (প্রশাসনিক)।