গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
জাতীয় মহিলা সংস্থা
ময়মনসিংহ জেলা কার্যালয়
২নং মনমোহন নিয়োগী রোড,
পন্ডিত পাড়া, সদর ময়মনসিংহ।
সিটিজেন চার্টার
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদানে সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পদবি, রুম নম্বর, জেলা/ উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
উর্ধ্বতন কর্মকর্তার পদবি,রুম নম্বর, জেলা / উপজেলার কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
০১ |
বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান দর্জি বিজ্ঞান (সেলাই ও এমব্রয়ডারী) প্রশিক্ষণ |
আবেদনের পর ১৫-৩০দিনের মধ্যে |
ভর্তি ফরম/ আবেদন ফরম। |
ভর্তি ফরম/ আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা, ময়মনসিংহ জেলা কার্যালয় |
বিনামূল্যে |
প্রশিক্ষণ শা্খা: সেলাই ও এমব্রয়ডারী। মোঃ মোজাম্মেল হক জেলা কর্মকর্তা জাতীয় মহিলা সংস্থা ময়মনসিংহ জেলা কার্যালয়। |
জেলা প্রশাসক ও চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, ময়মনসিংহ জেলা কার্যালয়। |
০৫ |
মহিলা কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম- কম্পিউটার প্রশিক্ষণ ও সাইবার ক্যাফে দেশের সামগ্রিক উন্নয়নে সফলতা অর্জনের ক্ষেত্রে সরকারী অর্থানুকুল্যে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষিত,,শিক্ষিত বেকার মহিলাদের আত্ম- কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা। কোর্সের মেয়াদ ৬মাস প্রতি ব্যাচে ৫০জন করে। |
আবেদন প্রাপ্তির ১মাসের মধ্যে |
আবেদন ফরমও ভর্তি ফরম |
ভর্তি ফরম/ আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা, ময়মনসিংহ জেলা কার্যালয় |
বিনামূল্যে |
প্রশিক্ষণ শা্খা: মহিলা কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম। মোঃ মোজাম্মেল হক জেলা কর্মকর্তা জাতীয় মহিলা সংস্থা ময়মনসিংহ জেলা কার্যালয়। |
জেলা প্রশাসক ও চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা ,ময়মনসিংহ জেলা কার্যালয়। |
০২ |
আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা সহযোগিতা প্রদানঃ- ১। স্ব কর্ম সহায়ক ঋণ কার্যক্রমঃ- (মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে প্রাপ্ত অর্থ দ্বারা পরিচালিত , সার্ভিস চার্জ ১০% একক ভাবে হতে ৫০০০/-টাকা এবং লগতভাবে ২৫০০০/-টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। ২। মহিলাদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রমঃসার্ভিস চার্জ ৫%এককভাবে ২৫,০০০/-টাকা থেকে ৭৫,০০০/- এবং দলগতভাবে ১,০০,০০০/-টাকা থেকে ২,০০,০০০ পর্যন্ত ঋণ দেয়া হয়। |
ঋণ প্রস্তাব প্রাপ্তির ১৫ দিনের মধ্যে। |
আবেদন ফরম |
আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা, ময়মনসিংহ জেলা কার্যালয় |
গৃহীত ঋণের বিপরীতে ১০%সার্ভিস চার্জ ৫% সার্ভিস চার্জ |
ঋণদান শাখা মোঃ মোজাম্মেল হক জেলা কর্মকর্তা জাতীয় মহিলা সংস্থা ময়মনসিংহ জেলা কার্যালয়। |
জেলা প্রশাসক ও চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, ময়মনসিংহ জেলা কার্যালয়। |
০৩ |
সচেতনতা মূলক কর্মসূচীঃ- উঠান বৈঠক নারী নির্যাতন, নারী ও শিশু পাচার,যৌতুক ও বাল্য বিবাহ নিরোধকল্পে জনমত গঠনে সচেতনতা সৃষ্টি। |
প্রতি ৩ মাসে ০১টি |
আবেদন ফরম |
আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা, ময়মনসিংহ জেলা কার্যালয় |
বিনামূল্যে |
প্রশাসন শাখা মোজাম্মেল হক জেলা কর্মকর্তা জাতীয় মহিলা সংস্থা ময়মনসিংহ জেলা শাখা। |
জেলা প্রশাসক ও চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, ময়মনসিংহ জেলা কার্যালয়। |
০৪ |
আইনগত সহায়তা প্রদানঃ- নারী নির্যাতন প্রতিরোধকল্পে পারিবারিক নির্যাতনের শিকার বিশেষ করে স্বামী কর্তৃক নির্যাতিত মহিলাদের আইনগত সহায়তা প্রদান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা কমিটির মাধ্যমে সহায়তা দেয়া হয়। |
আবেদন প্রাপ্তির ১মাসের মধ্যে |
আবেদন ফরম। |
আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা, ময়মনসিংহ জেলা কার্যালয় |
বিনামূল্যে |
প্রশাসন শাখা। মোঃ মোজাম্মেল হক জেলা কর্মকর্তা জাতীয় মহিলা সংস্থা ময়মনসিংহ জেলা কার্যালয়। |
জেলা প্রশাসক ও চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, ময়মনসিংহ জেলা কার্যালয়। |
০৫ |
তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধী জাতীয় মহিলা সংস্থা দ্বারা পরিচালিত তথ্য আপা এর মাধ্যমে গ্রামীন ও উপশহরাঞ্চলের সুবিধাবঞ্চিত মহিলাদের দোড়গোয়ায় তথ্য সেবা পৌঁছে দিয়ে তার যথোপোযুক্ত ব্যবহারের মাধ্যমে মহিলাদের জীবন ও জীবিকার উন্নয়নের মাধ্যমে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করাই তথ্য আপাঃ প্রকল্পের মূল উদ্দেশ্য। বর্তমানে ৪৯৫ টি উপজেলায় চালু আছে।
|
চাহিদামত |
চাহিদামত |
ময়মনসিংহ সদর উপজেলার মাধ্যমে সেবা প্রদান করা হয় |
বিনামূল্যে |
প্রশাসন শাখা
তথ্য কর্মকর্তা সদর উপজেলা শাখা। |
উপজেলা নির্বাহী অফিসার সদর ময়মনসিংহ। |
০৮ |
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন শীর্ষক প্রকল্পঃ; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তৃণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদৌাক্তাদের বিকাশ সাধন শীর্ষক প্রকল্পটি তৃণমুল পর্যায়ের দরিদ্র, অসহায় অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি সেবাধমী প্রকল্প । এ প্রকল্পটি ৮টি বিভাগের ৬৪টি জেলার ৭৮টি নির্বাচিত জেলা/উপজেলা এবং ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনসহ মোট ৮০টি প্রশিক্ষণ কেন্দ্রে বাস্তবায়ন করা হচ্ছে। |
চাহিদামত |
অনলাইনে আবেদন ফরম পূরণ |
অনলাইনে আবেদন ফরম প্রাপ্তি ওপূরন |
বিনামূল্যে |
ট্রেনিং অফিসার অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন শীর্ষক প্রকল্প ময়মনসিংহ সদর। |
জেলা প্রশাসক ও চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, ময়মনসিংহ জেলা কার্যালয়। |
( মোঃ মোজাম্মেল হক)
জেলা কর্মকর্তা
জাতীয় মহিলা সংস্থা
ময়মনসিংহ জেলা কার্যালয়।
|
|
|
|
|
|
|
|